জবাব
بسم الله الرحمن الرحيم
শরীয়তের দৃষ্টিতে পুরুষ মহিলার যোনিতে লিঙ্গ প্রবেশ করাকে সহবাস বলা হয়।
আবু যার রাযি. থেকে বর্ণিত এক হাদিসে এসেছে,
وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَيَأْتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ؟ قَالَ : أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلاَلِ كَانَ لَهُ أَجْرٌ
স্ত্রী সহবাসও সদকা। তারা বললেন, ইয়া রাসুলাল্লাহ! কেউ যদিস্ত্রী সহবাস এতেও কি সে সাওয়াব পাবে? তিনি বললেন, তোমরা কি মনে কর যদি সে কামাচার করে হারাম পথে তাতে কি তার গুনাহ হবে না? অনুরূপভাবে যদি সে কামাচার করে হালাল পথে তবে সে সাওয়াব পাবে। (মুসলিম ২২০১)
★এখানে بُضْعِ শব্দ ব্যবহার করা হয়েছে,যার অর্থ হলো মহিলার যোনি।
সুতরাং স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ না করালে সেটি সহবাস হবেনা।
আরো জানুনঃ
★দুখুলঃ পুরুষের লিঙ্গ মহিলার গুপ্তাঙ্গে প্রবেশ করাকে দুখুল বলে।
অর্গাজমঃ
সহবাসের শেষে যে বীর্য বের হয়,এই অবস্থাকে অর্গাজম বলে।
কেহ কেহ বলেনঃ
বীর্যপাতের আগ মুহুর্তের আনন্দঘনকে অর্গাজম বলে।