ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন
ভুল করে তৃতীয় রাকআতে সুরা ফাতিহার প্রথম আয়াতের প্রথম শব্দটা (আল'হাম) উচ্চস্বরে যদি কেউ পড়ে নেয়, এবং পরে আবার সুরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত নিম্নস্বরে পড়ে, তাহলে সূরায়ে ফাতেহার অংশ বিশেষকে দুইবার পড়ার দরুণ তার উপর সাহু সিজদা চলে আসবে।
(২)
দস্তারখানা হিসেবে কাপড় ইত্যাদি বিছিয়ে খাওয়াকে যদিও সুন্নত বলা যাবে না, তবে তা খাওয়ার আদবের অন্তর্ভুক্ত।(ফাতাওয়ায়ে রাহিমিয়্যাহ)