বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/2144 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
হযরত আনাস ইবনে মালিক রাযি থেকে বর্ণিত
عن أنس بن مالك قال : " كُنْتُ وَاقِفًا بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم فَقَالَ : ( مَنْ صَلَّى عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ ثَمَانِينَ مَرَّةً غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَ ثَمَانِينَ عَامًا).فَقِيلَ لَهُ : كَيْفَ الصَّلاةُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ : ( تَقُولُ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ ونبيك ورسولك النبي الأمي، وتعقد واحداً)
তিনি বলেন,আমি রাসূলুল্লাহ সাঃ এর সামনে বসা ছিলাম,তিনি বললেন,যে ব্যক্তি শুক্রবার দিনে ৮০বার আমার উপর দুরুদ পাঠ করবে,আল্লাহ তা'আলা তার ৮০বৎসরের গোনাহকে মাফ করে দেবেন।রাসূলুল্লাহ সাঃ কে জিজ্ঞাসা করা হলো,আপনার উপর কিভাবে দুরুদ পাঠ করবো?রাসূলুল্লাহ সাঃ বললেন,তোমরা বলবে, আল্লাহুম্মা সাল্লি আ'লা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়্যিকা ওয়া রাসূলিকা আন-নাবিয়্যিল উম্ময়্যি। এভাবে একবার গণনা করলেন। (তারীখে বাগদাদ-১৩/৪৬৩)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
দুরুদ শরীফের অনেক ফযিলত রয়েছে,বিশেষ করে শুক্রুবারের ফযিলত অনেক বেশী। সর্বোত্তম দুরুদ হল, দুরুদে ইবরাহিমী। দুরুদকে কোনো সংখ্যা দ্বারা সংখ্যায়িত করা যাবে না।