বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বালতির পানিতে যদি ক্ষুদ্র পোকা বা মশা পরে তাহলে পানি নাপাক হবে না।
(২)
যদি সে নিশ্চিত থাকে যে, বাস্তবেই ঐ পানিতে নাপাক পানির ছিটা লেগেছে, তাহলে তার অজু হয়নি এবং নামাযও হয়নি।উক্ত নামাযকে আবার দোহড়াতে হবে।
(৩)
জ্বী, এভাবে লিখলে তার ঈমানে যদিও কোনো সমস্যা হবে না,তবে তা অদ্য কখনো উচিৎ না।
(৪)এ সম্পর্কে বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1125
(৫)
কবিরা গোনাহ করলে মানুষ কাফির হয় না।এটাই আহলে সুন্নত ওয়াল জামাতের মাযহাব।
কবিরা গোনাহ করলে কেউ কাফির হয় না।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/2260
কবিরা গোনাহ করলে কি মানুষ মুসলমান থাকবে?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1786
সে সমস্ত হাদীসে কবিরা গোনাহ করলে কাফির হওয়ার কথা বর্ণিত রয়েছে,সে সব হাদীসের ব্যখ্যা জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/779
আহলে সুন্নত ওয়াল জামাতের বড় দশটি আকিদার একটি আকিদা হল,মানুষ কবিরা গোনাহে লিপ্ত হলে সে গোনাহগার হবে তবে কাফির হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1402