আসসালমুআলাইকুম
১. আমার মা একটা ব্যবসা করবে ইং শা আল্লাহ্। সেখানে কসমেটিকস, বোরকা, চা পাতা ইত্যাদি আপাতত সেল করতে চাচ্ছে। এখন ব্যবসা সংক্রান্ত মাসয়ালা জানা মার উপর ফরয। ব্যবসা সংক্রান্ত ফরজ বিধান কোথা হতে জানতে পারবে?
২. বিভিন্ন প্রোডাক্টসে কার্টুনের ছবি থাকে যা নাজায়েজ। এমন প্রোডাক্টস সেল করার নিয়ম কি?
৩. কেউ যদি জুলুমের শিকার হয়ে মনের কষ্টে আমার কাছে গীবত করে তাতে গুনাহ হবে কি? যেমন আমার কোনো আত্মীয় মার সাথ এ খারাপ ব্যাবহার করেছে বা betray করেছে, এখন মা কষ্টে এগুলো যদি আমার কাছে বলে তবে মার বা আমার গুনাহ হবে কি?
৪. অমুসলিমদের দাওয়াত দেয়া কি ওয়াজিব?
৫. অন্তর নরম করার জন্য করণীয় কি?
৬. কুরআন শরীফ হিফজ এর ক্ষেত্রে কি কি হক আদায় করতে হয়?
৭. আমি স্কুলে সাদা হিজাব আর sky blue বোরকা পরে যাই। আলহাদুলিল্লাহ ফুল কভারেজ হয়। ওটাই আমার স্কুল ইউনিফর্মের colour। এতে কি আমার পর্দা হবে?
৮. আমি ক্লাসে লেখার সময় হাত মজা খুলতে পারবো? হাত মজা পড়ে আসলে লেখা যায় না।
৯. আওয়াল ওয়াক্তে নামাজ পড়ার ফযীলত গুলো কি কি?
অগ্রিম জাজাকাল্লাহু খায়রান শাইখ।