জাযাকাল্লাহ খাইরান , বার বার প্রশ্ন করে বিরক্ত করার জন্যে দুঃখিত । সব পরিষ্কার হওয়ার দরকার তাই ।
আমার আব্বুরত ব্যাক্তিগত কিছু সম্পদও আছে । যেমন : (কিছু টাকা , একটা জমি যেটা আমাদের ঘর করার কথা ছিল আব্বু জীবিত থাকা কালীন । )
এখন কি ওনার সব সম্পত্তি (ওনার বাবা থেকে পাওয়া এবং ওনার ব্যাক্তিগত রেখে যাওয়া সম্পদ )থেকে দিতে হবে তার মা কে । নাকি ওনার শুধু বাবা থেকে যা ভাগে পাইছে তা থেকে ?