আসসালামু আলাইকুম শাইখ
অনেকেই বলে থাকেন যে মহল্লা/এলাকার মসজিদের হক্ব বেশি।কথাটি কুরআন ও সুন্নাহর আলোকে কতটুকু সঠিক জানাবেন।
কোন ব্যক্তি যদি এলাকার মসজিদে নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়েন তাহলে সওয়াব কম হবে কি না?অনেকেই এটাকে ভালোভাবে নেন না।এতে কোন সমস্যা আছে কি না জানাবেন।
জাযাকাল্লাহ খাইরান।