আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১. জেনারেল পড়ালেখায় ৯ম শ্রেণী হতে সাইন্স, কমার্স আর আর্টস এই তিনটি গ্রুপ থাকে! কমার্স নিয়ে পড়ালেখা করলে সেখানে হিসাববিজ্ঞান, ফিন্যান্স বিভিন্ন সাবজেক্ট থাকে যেগুলোতে ব্যাংকের হিসাব/অংক, সুদের হিসাব/অংক, ঋণের সুদের অংক শেখানো হয়, করা হয়! তাই একজন মেয়ের জন্য এই গ্রুপ নিয়ে পড়া কি জায়েজ?! যেহেতু সুদ, ব্যাংকের বিষয়গুলো হারাম!
[সাইন্সে পড়ালেখা ব্যয়বহুল হওয়ায় কমার্সে পড়াতে চাচ্ছি! আর আর্টস গ্রুপ হিসেবে তেমন ভালো না! ]
২. আমি নিজেও একজন কমার্সের স্টুডেন্ট হওয়ায় একটা টিউশন করাতাম যেখানে হিসাববিজ্ঞান পড়াতাম, সুদের হিসাব/অংক শেখানো লাগতো! এই সাবজেক্ট পড়িয়ে উপার্জিত টাকা কি হালাল থাকে নাকি ব্যাংকের, সুদের অংক শেখানোর জন্য গুনাহগার হবো এবং টিউশনের টাকা হারাম হয়ে যায়?!
[ যদি উপার্জিত টাকা হারাম হয় তাহলে ৭/৮ মাস যাবত পড়িয়ে যে টাকা পেয়েছি তা খরচও হয়ে গিয়েছে! সামান্য কিছু রয়েছে! কি করবো এক্ষেত্রে?! হিসাববিজ্ঞান আর ইংরেজি পড়াতাম]
৩. মেয়েদের জন্য মাহরাম যারা যেমন - বাবা, মামা তাদের সামনে হাফ হাতার জামা পরে থাকা যাবে বা চলাফেরা করা যাবে?? এতে কি গুনাহগার হয় বা নাজায়েজ এমন কিছু?!
জাযাকাল্লাহ খাইরান!