উত্তর
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো যদি টাকা দিয়ে ফরম নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হয় তাহলে তা সুদ ও জুয়ার অন্তর্ভূ্ক্ত হওয়ায় এ ধরনের কুইজ প্রতিযোগিতার অংশ গ্রহণ করা জায়েয হবে না।
তবে যদি ফরম ক্রয় ব্যতীতই অংশ গ্রহণ করা যায় তাহলে সেখানে অংশ গ্রহণ করা বা তা থেকে প্রাপ্ত পুরস্কার গ্রহণ করা জায়েয আছে।
সূত্র: আদ-দুররুল মুখতার: ৯/৫৭৭, কেফায়াতুল মুফতি: ৯/২২৫
★সুতরাং ফ্রিল্যান্সিং সাইটে বিভিন্ন লোগো ডিজাইনের জন্য যেসমস্ত প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং যে কোন একজনকে বিজয়ী নির্বাচিত করে তাকে নির্ধারিত মূল্য পুরষ্কার দেওয়া হয়। এখানে যদি অংশগ্রহনের জন্য টাকা দিয়ে কোনো ফরম নেওয়া না হয়, কোম্পানি যদি হালাল হয় এবং লোগোতে যদি কোন প্রানীর চেহারার ছবি ব্যবহার করা না হয় তবে সেক্ষেত্রে এতে অংশগ্রহণ করা জায়েজ হবে।
এতে কোনো সমস্যা নেই।
তবে সেখানে যদি গায়রে মাহরাম মহিলারা অংশগ্রহণ করে,তাহলে আপনি দৃষ্টির হেফাজত করবেন,এবং অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন।