আমার ওয়াসওয়াসা নিয়ে সমস্যা আছে৷ প্রথমেই বলে রাখি, গত দুইদিন প্রচন্ড গরম ছিল৷ আমি গতকাল রাতে ৩টার দিকে ঘুমিয়ে যাই৷ এরপর ৪টার পরে ঘুম ভেঙে যায়৷ সন্দেহ হয়, স্বপ্নদোষ হল কিনা!
এরপরে মোবাইলের ফ্লাশ দিয়ে গোপনাংগে কোন চিহ্ন দেখতে পাইনি৷ তবে ওই অঞ্চলে (দাপনা/কুচকির দিকে) সামান্য ভেজাভাব অনুভব করি, হালকা গন্ধমত ছিল, ঘাম কিনা জানিনা৷ ভাবি সকাল দেখবো৷
কিন্তু সকাল ৮টার পরে উঠে ওখানে কোন চিহ্ন দেখিনি, লুংগিতে কোন গন্ধ নেই৷ প্রায় ৩০ মিনিট ধরে অনেক চেক করে নিশ্চিত হতে পারিনি আসলেই হয়েছে কিনা৷ এরপর প্রসাব করতে গেলেও সব নরমাল, সাধারণত স্বপ্নদোষ হলে প্রথম প্রসাব করতে গেলে প্রসাব দুইদিকে চলে যায়, এমন কিছুই হয়নি৷ আবার স্বপ্নদোষ হলে শরীরের বর্জ্যপদার্থ বের হয়ে যাওয়ায় সকালে একটা শান্তিভাব অনুভত হয়, তেমন কিছুই হয়নি৷ এখনও অস্বস্তিভাব৷
৯-১০ দিন স্বপ্নদোষ হয় না, তাই এখন হলেও পরিমান এমন হবে যে, মাত্র ৪ ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবার কথা নয়৷ বিছানার যেখানে শুই, সেখানে নাক দিয়ে বিছানার গায়ে লাগিয়ে শুকলে হালকা গন্ধ পাওয়া যায়, এখন আসলেই এটা ঘটেছে কিনা আমি সন্দিহান৷ তবে লুংগিতে এখন কোন গন্ধ নেই, কোন চিহ্ন পাইনি৷ তাই সব স্বাভাবিকভাবে করছি৷
এখন ফরয গোসল বা বিছানার কাপড় ধোয়া লাগবে কিনা জানাবেন?