আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ।
সহশিক্ষা অর্জনের শর্তের মধ্যে একটি শর্তঃ শিক্ষা অর্জন দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে হতে হবে।
আমাদের দেশে নারী বিশ্ববিদ্যালয় এর সংখ্যা খুবই কম এবং পড়াশুনার কোয়ালিটি সহশিক্ষা প্রাক্টিস করা বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলকভাবে অনেক বেশি।
১)কোনো নারী যদি সহশিক্ষায় পড়াশুনারত অবস্থায় তার শিক্ষা থেকে স্কুল পড়া মেয়েদের পড়াশুনায় সহযোগীতা করে এবং পড়াশুনা শেষ এ (একান্ত জরুরি প্রয়োজন ব্যতিরেকে)স্বেচ্ছায় গৃহিনী হতে চায়, নিজের পরিবার গঠনে সময় দিতে চায়, কেবল সন্তানদের লালন পালন এ মন দেয়,,,তার জন্য কি সহশিক্ষা জায়েজ হবে না?
২) সহশিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করলে কি অবশ্যই তাকে দ্বীনের খেদমতে চাকরি বা পেশায় নিযুক্ত হতেই হবে?
আমি যদি পর্দা মেনে শুধু ভালো মানের পড়াশুনা চালিয়ে যেতে এবং বাবা-মার সাথে বাকবিতন্ডায় জড়াতে হবেনা এই ভেবে সহশিক্ষা পড়াশুনা করি,,তাহলে কি গুনাহ হবে?
৩)আমি যদি সহশিক্ষাযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি (মনোবিজ্ঞান) বিষয় এ পড়াশুনা করে, *পার-টাইম*(অবশ্যই কিছু সময় সন্তান ও পরিবারের জন্য রাখতে চাই) সাইকোলজিস্ট হিসেবে **মহিলাদের** জন্য কাজ করে থাকি,,, এ ক্ষেত্রে সহশিক্ষা গ্রহণ আমার জন্য জায়েজ হবে কি?
৪)যদি পড়াশুনা করে গৃহিণী হিসেবে পরিবার গঠনে, সন্তান পালনে সময় দেই এবং সেই পড়াশুনাকে কাজে লাগাই এ ক্ষেত্রে,, তাহলে কি প্রথম শর্ত পূরণ হবে?