বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ
(০১)
প্রশ্নে উল্লেখ রয়েছে যে নামাজ শেষে লিঙ্গের আগাও শুকনো ছিলো,এখানে একটু টিপ দিয়ে দেখলে বিষয়টি পুরোপুরি স্পষ্ট হয়ে যেতো যে সেটি আসলে বের হয়েছে কিনা?
তবে উল্লেখিত ছুরতে এমনটি করা হয়নি।
প্রশ্নে উল্লেখিত ছুরতে নামাজ শেষে ছোট দাগ দেখা গিয়েছে,এটি জানা যাচ্ছেনা যে এটি নামাজের আগে বের হয়েছিলো?
নাকি নামাজের পর? নাকি নামাজের মাঝে?
এটিও স্পষ্ট নয় যে এটি মযি নাকি অন্য কিছু?
সুতরাং উল্লেখিত ছুরতে সতর্কতা মূলক উক্ত নামাজ পুনরায় আদায় করা উচিত।
(০২)
হাদীস শরীফে এসেছে
عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ سُئِلَ عَنْ ذَلِكَ، فَقَالَ: فِي الْمَذْيِ الْوُضُوءُ، وَفِي الْمَنِيِّ الْغُسْلُ -
আলী (রাঃ) বলেন, আমার খুব বেশি মযি ঝরতো। বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তিনি বললেঃ মযি ঝরলে ওযূ এবং বীর্যপাতে গোসল করতে হয়।
[মুসনাদে আহমাদ ৮৬৯,হাদীস নং ৬৬২ দ্রষ্টব্য।]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
লিঙ্গের ভিতরে মযি থেকে গেলে তাহা বের করে দিবেন।নতুবা সেটি কিছুক্ষন পর ঠিকই বের হয়ে যাবে।
তখন আবার পবিত্রতা অর্জন করতে হবে।
,
তবে লিঙ্গের ভিতরে নাপাকি না থাকলে এক্ষেত্রে আর সেভাবে ধৌত করতে হবেনা।
,
(০৩)
হ্যাঁ, সেই পানি নাপাক বলে গন্য হবে।