আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
1,686 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (39 points)
হানাফি মাজহাব ছাড়াও অন্য মাজহাব এসবের ব্যপারে কি বলে?

1 Answer

0 votes
by (583,020 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم

ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি প্রাণী  খাওয়া হানাফী মাযহাব অনুযায়ী জায়েজ নয়। 
(জামিউল ফাতওয়া ৪/৩৮৪) 

قال الله تعالی:وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ الأعراف: ١٥٧
তাদের জন্য ভালো জিনিস হালাল করা হয়েছে,আর অখাদ্যদ্রব্য হারাম করা হয়েছে। 
(আল আ'রাফ ১৫৭) 

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ
فلو تفتت فيه نحو ضفدع جاز الوضوء به لا شربه لحرمة لحمه. (الدر المختار(ج1 ص: 31)
যার শেষাংসে বলা হয়েছে যে ব্যাঙ এর গোশত হারাম। 


যদি উল্লেখিত প্রাণীসমূহ কোন প্রয়োজনে যেমন ঔষধ হিসেবে বাহ্যিক ব্যবহারে উপকারী সাব্যস্ত হয়, তাহলে এ জীবিত প্রাণীগুলোর ক্রয়-বিক্রয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। 
{ফাতাওয়া শামী-৬/৩০৮, ১/১৩৫, আলবাহরুর রায়েক-৬/৮০}
,
তবে ইমাম শাফেয়ী রহঃ সহ আরো কিছু মাযহাব অনুপাতে এসব প্রানী খাওয়া জায়েয আছে।
তাদের মতানুসারীরা এই মত অবলম্বন করতে পারবেন।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...