আসসালামু 'আলাইকুম,
আমি নিজে একজন তীব্র ওয়াসোয়াসার রোগী ছিলাম।আল্লাহর অশেষ রহমতে তা থেকে ফিরে এসেছি,ইদানিং এমন কিছু লক্ষণ আমার আহলিয়ার মাঝে দেখতে পাচ্ছি।তাই আমি চাইনা আমার আহলিয়া এমন বিপদে পড়ুক।এজন্য কিছু প্রশ্ন সে আমাকে করছে সেসবের উত্তর জানতে চাই।
১,সে নাপাক কাপড় পাক করার সময় সাবান দিয়ে যখন বাথরুমের মেঝেতে কাপড় টি কাচে তখন যেহেতু হাতে সাবান লাগানো থাকে নাপাক কাপড়ের,সেই হাত দিয়ে মগ ধরে বারবার বালতিতে জমানো পানি তুলতে হয়,বা ট্যাপ ধরতে হয়।এতে করে সেই সাবানপানি ত মগের হাতায় বা মগের চারপাশে লাগে বা সরাসরি বালতির ভেতর কার পানি থেকে মগ তুলতে গিয়ে পানিতে স্পর্শ হয়,এতে করে সম্পূর্ণ পানি কি নাপাক হয়ে যাবে? এভাবে যদি নাপাক হয় আমাদের ক্ষুদ্র জ্ঞানে আর কোনো বিকল্প উপায় পাচ্ছিনা কাপড়টি ঠিকঠাক ভাবে পাক করার,আপ্নারা পরামর্শ দিন প্লিজ
২,এমনভাবে পূর্বে করা সকল কাপড় পড়ে যে সালাত আদায় করেছে তার কি হবে? সে হিসেবে তার দশ বছরের বেশি সালাত আবার আদায় করতে হবে।
উল্লেখ্য যে প্রতিক্ষেত্রে নাপাকির পরিমাণ দুই/তিন দিরহাম পরিমাণ হয়
পরিশেষে কিছু উপদেশ দিবেন যাতে করে আমার আহলিয়াকে আমি ওয়াসোয়াসায় পতিত হওয়া থেকে নসীহাহ দিতে পারি।আল্লাহ তাওফিক দাতা,আমিন