ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/4925 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
নামাযে ভুল হতে পারে।হযরত ইমরান ইবনে হুসাইন রাযি থেকে বর্ণিত
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَّى الْعَصْرَ وَسَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ، ثُمَّ دَخَلَ مَنْزِلَهُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ يُقَالُ لَهُ الْخِرْبَاقُ وَكَانَ فِي يَدَيْهِ طُولٌ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ! فَذَكَرَ لَهُ صَنِيعَهُ وَخَرَجَ غَضْبَانَ يَجُرُّ رِدَاءَهُ حَتَّى انْتَهَى إِلَى النَّاسِ فَقَالَ: أَصَدَقَ هَذَا؟ قَالُوا نَعَمْ، فَصَلَّى رَكْعَةً ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ» . رَوَاهُ مُسْلِمٌ
রাসূলুল্লাহ সাঃ আছরের নামায পড়লেন।এবং তিন রা'কাত পড়ার পর সালাম ফিরিয়ে ফেললেন।অতঃপর ঘরে ঢুকে গেলেন।খিরবাক নামী একজন ব্যক্তি দাড়ালেন,যার হাত অনেক লম্বা ছিলো।তিনি রাসূলুল্লাহ সাঃ বিষয়টা অবগত করালেন।রাসূলুল্লাহ সাঃ ঐ ব্যক্তির চাদর ধরে মসজিদে এসে সবাইকে জিজ্ঞাসা করলেন,ঐ ব্যক্তি কি সত্য বলেছে?অতঃপর রাসূলুল্লাহ সাঃ আরো এক রা'কাত পড়লেন,এবং সালাম ফিরালেন,অতঃপর দুইটি সেজদায়ে সাহু দিয়ে আবার সালাম ফিরালেন।(মিরকাতুল মাফাতিহ-১০২১)
বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1837
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নামাযের মধ্যে ভূল হয়েছে এমন সন্দেহ নিয়ে সাহু সিজদার কোনো নিয়ম নেই।নিশ্চিতভাবে যদি ধারণা হয় বা প্রবল ধারলা হয় যে, কোনো ওয়াজিব তরক হয়েছে,বা ফরযের ধারাবাহিকতায় কোনো ব্যঘাত ঘটেছে,তখনই মূলত সাহু সিজদা ওয়াজিব হয়।(ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ-৪/৫৯)
যেহেতু সাহু সিজদা ওয়াজিব না হওয়া সত্বেও আপনি সিজদা দিয়েছিলেন, এটা ভূল করেছেন।সুতরাং আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। আপনাকে সাহু সিজদা দিতে হবে।জাযাকাল্লাহ।