ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জান্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ফেরআউনের স্ত্রী আসিয়ার সাথে বিবাহ হওয়ার ব্যাপারে বর্ণিত হাদিসগুলো সনদগতভাবে একটিও সহীহ নয়। বরং কোনটি কোনটি জাল/বানোয়াট আর কোনটি কোনটি যঈফ।
ইবনে কাসীর রাহ. বলেন,
” وكل من هذه الأحاديث في أسانيدها نظر ” انتهى
“এ হাদিসগুলোর প্রত্যেকটির মধ্যেই সমস্যা আছে।”(‘আল বিদায়াহ ওয়ান নিহায়াহ’)
(২)
এ সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে।তবে বিশুদ্ধ মতানুযায়ী বলা যায় যে,
হারাম উৎসের ইনকামও হালাল হবে।
(৩)
ভূলবশত কোনো গায়রে মাহরামের দিকে চোখ পরে গেলে কোনো গোনাহ হবে না।