ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
নামাজ আদায় করার সময় সমনের সফ পর্যন্ত রাখা যাবে। নিজ সফে দৃষ্টি রাখা সুন্নত।
নামায়ে চোখ বন্ধ রাখা মাকরুহ। নামায়ে ভিন্ন খেয়াল আসলে নামায ফাসিদ হবে না।
চোখ খোলা রেখে আন্তরিকতার সাথে নামায পড়ার চেষ্টা করতে হবে। কেউ যদি ধারাবাহিক এভাবে চেষ্টা করতে থাকে, এবং চেষ্টাকে অভ্যাহত রাখে, তাহলে অবশ্যই তার মনযোগ বৃদ্ধি পাবে। এবং আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হয়ে যাবে।
وَيَقُولُ فِي رُكُوعِهِ: سُبْحَانَ رَبِّي الْعَظِيمِ ثَلَاثًا وَذَلِكَ أَدْنَاهُ فَلَوْ تَرَكَ التَّسْبِيحَ أَصْلًا أَوْ أَتَى بِهِ مَرَّةً وَاحِدَةً يَجُوزُ وَيُكْرَهُ
মুসাল্লি রু'কু তে তিনবার সুবহানা রাব্বিয়াল আযিম বলবে।এবং এটা সর্বনিম্ন।তবে যদি কেউ তাসবীহ ছেড়ে দেয়,মূলত সে পড়ে না।অথবা একবার পড়ে নেয়,তাহলে সেটাও জায়েয আছে।তবে মাকরুহ হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৭৪)