বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
■ হাদীস শরীফে এসেছে-
عَنْ
سَعْدِ بْنِ عُبَيْدَةَ، قَالَ سَمِعَ ابْنُ عُمَرَ، رَجُلاً يَحْلِفُ لاَ
وَالْكَعْبَةِ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم يَقُولُ " مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ
" .
সাঈদ ইবনু আবূ ‘উবাইদাহ (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, ‘আবদুল্লাহ
ইবনু ‘উমার (রাঃ) এক ব্যক্তিকে এভাবে শপথ করতে শুনলেন : “না! এ কা‘বার শপথ।” তখন
ইবনু ‘উমার (রাঃ) তাকে বললেন, আমি রাসূলুল্লাহ
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য
কিছুর নামে শপথ করে, সে শিরক করলো। সুনানে আবু দাউদ ৩২৫১
■ কসমের কাফফারা আদায়ের
পদ্ধতি সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
لاَ
يُؤَاخِذُكُمُ اللّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَـكِن يُؤَاخِذُكُم بِمَا
عَقَّدتُّمُ الأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ
أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ
فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلاَثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ
إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُواْ أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ
آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের
জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ।
অতএব, এর কাফফরা এই যে,(১) দশজন দরিদ্রকে খাদ্য
প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে
থাক।(২)অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন
ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। (৩) যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন
দিন রোযা রাখবে।.....এটা কাফফরা তোমাদের শপথের,
যখন শপথ করবে। তোমরা স্বীয়
শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে
তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। (সূরা মায়েদা-৮৯)
■ উল্লেখ্য যে,কসম
শুধুমাত্র আল্লাহর নাম দ্বারাই হয়ে থাকে।এবং কুরআন যেহেতু আল্লাহর কালাম,তাই
কুরআন দ্বারাও কসম হবে।আল্লাহ-ই ভালো জানেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/579
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী
ভাই/বোন!
মার নামে কসম খেলে কসম হয় না। তাই
কাফ্ফারা দেওয়ার প্রয়োজন নেই। তবে যেহেতু গায়রুল্লাহর নামে কসম খেয়েছেন তাই
আল্লাহর কাছে মাফ চেয়ে নিবেন এবং কখনো এভাবে আর কসম করবেন না।