আসসালামুআলাইকুম।
আমি একজন ওয়েব ডেভেলপার। চেষ্টা করছি নিজের আয়ত্বের মধ্যে দ্বীন মেনে কাজ করার জন্য। আমার একটি নন প্রফিট ইউটিউব চ্যানেল আছে। শুধুমাত্র মানুষের উপকারের উদ্দেশ্যে সেখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ও উপকারি ইসলামিক নসিহত মুলক ভিডিও প্রকাশ করি। আমার প্রশ্ন হচ্ছে, এ ধরনের ভিডিও তে নিজেকে সামনে আনা বা থাম্বনেইলে যদি আমার ছবি যুক্ত থাকে তাহলে সেটি আমার জন্য বৈধ হচ্ছে কিনা?
কোন একটি টপিকে কথা বললে ভিডিও আকারে দিলে সেটির গ্রহনযোগ্যতা বেশি হয় এই ধরণায় ভিডিও করা হয়।
এখানে বিশেষভাবে উল্লেখ্য আমার ভিডিওতে কোন নারীদৃশ্য, নাজায়েজ টপিক নিয়ে আলোচনা করা হয় না, আমি বিশেষ ভাবে খেয়াল রাখি, ভিডিও থেকে যেন মানুষ উপকৃত হয়।
এক্ষেত্রে ইউটিউব ভিডিওতে ও থাম্বনেইলে নিজের ছবি থাকা কি জায়েজ হবে? এখানে উল্লেখ্য যে, আমি মনিটাইজেশন ডিজেবল করে রেখেছি।