আসসালামুয়ালাইকুম ওস্তায,
উস্তায আমার রুমমেট মালয়েশিয়া থেকে বাংলাদেশে একেবারে চলে যাবে কিন্তু বাংলাদেশে যেতে হলে তাকে করোনা নেগেটিভ এর সার্টিফিকেট নিতে হবে এছাড়া দেশে ফিরে যেতে পারবে না,
সে মালয়েশিয়া থেকে ২ ডোস ব্যক্সিন নিয়েছে অলরেডি কিন্তু এর পরে করোনা টেস্ট করেছে করোনা পজেটিভ এসেছে ফ্লাইট ক্যানসেল করে বেশ কিছুদিন হোম কোয়ারেন্টাইন করেছে আবার করোনা টেস্ট করিয়েছে তার আবারো করোনা পজেটিভ এসেছে কিন্তু এখন ওই ভাইরাস টা মরা অবস্থায় আছে এইটা যেতে ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছে তবে তার থেকে ভাইরাস গিয়ে অন্য কোনো লোক আক্রান্ত হবে হওয়ার আশঙ্কা নেই, কিন্তু এখন সে দেশেও ফিরে যেতে পারবে না করোনা নেগেটিভ এর সার্টিফিকেট ছাড়া কিন্তু তার দেশে ফিরে যাওয়াটা জরুরি কারণ দীর্ঘ দিন যাবত তার ভিসা ক্যানসেল করে দিয়েছে সে এখন নিজের টাকা দিয়ে বাসা ভাড়া দিচ্ছে নিজের খাওয়া খরচ যাবতীয় খরচ তার নিজের বহন করতে হচ্ছে কোম্পানি তার কোনো কিচ্ছু দিচ্ছে না,সে আমাকে জিঞ্জেস করেছে এখন ডাক্তার কে টাকা দিয়ে মিথ্যা একটা সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে ফিরে গেলে সেটা তার জন্য জায়েয হবে কিনা?
আমি তাকে সাজেস্ট করেছি তাহাজ্জুদ নামায পড়ে আল্লাহর কাছে দোয়া করে এর সমাধান যাইতে এখন তার এই বিপদ এর সময় তার মিথ্যার আশ্রয় নিয়ে ঘুষ দিয়ে সার্টিফিকেট নেওয়া টা কি জায়েয হবে?
দয়া করে উত্তর দিয়ে উপকৃত করবেন উস্তায
(আমি আলিম ২১৫ ব্যাচের ছাত্র, নাম: আব্দুল মালেক)