ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
গীবতের বৈধ ও অবৈধ পদ্ধতি সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1715
দেশের শীর্ষ দুর্নীতিবাজদের দুর্নীতিতে যেহেতু মুসলমানদের হক সংশ্লিষ্ট রয়েছে।সুতরাং জনগণকে এমন গর্হিত কাজ থেকে দূরে রাখতে তার সমালোচনা করা যাবে।এবং এ দুর্নীতিবাজদের শাস্তি বাস্তবায়নের ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করা কোনো প্রকার গোনাহ হবে না। হযরত মু'আবিয়া ইবনে হাইদাহ রাযি থেকে বর্ণিত,
معاوية بن حيدة رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال ( أَتَرعُونَ عَنْ ذِكْرِ الْفَاجِرِ ! اذْكُرُوهُ بِمَا فِيهِ كَي يَعْرِفَهُ النَّاسُ وَيَحْذَرَهُ النَّاسُ ).
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,তোমরা কি ফাসিকের সমালোচনা থেকে বিরত থাকবে?বরং তোমরা ফাসিকের কৃত অপরাধ নিয়ে সমালোচনা করো,যাতেকরে লোকজন সেই অপরাধ থেকে বিরত থাকে।আস-(সুনানুল কুবরা-বায়হাক্বী-১০/২১০) এই হাদীসের সনদে কালাম থাকার ধরুণ মুহাদ্দিসিনে কেরাম এটা যঈফ হাদীস বলে বিবেচনা করেছেন। বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/2114
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জ্বী, আপনি উক্ত ব্যক্তি সম্পর্কে সমালোচনা করতে পারবেন।
(২)
কারো মিথ্যা রেফারেন্স দেওয়া কখনো জায়েয হবে না।এছাড়া কারো সম্পর্কে এমন কোনো কথা বলা, যা শুনলে ঐ ব্যক্তি কখনো রাগ করবে না বা কষ্ট পাবে না। এমন কথা বলা জায়েয হবে।
(৩)
না, গীবত হবে না।
(৪)
গীবত হবে না।
(৫)
গোনাহ হবে না,গীবতও হবে না।
(৬)
জ্বী, আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে।