বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
মামার সাথে সম্মান প্রদর্শন কর্তব্য। তাকে এমন বাক্য দ্বারা সম্বোধন না করা যাতে
তিনি কষ্ট পান।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ عَائِشَةَ،
قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنْزِلُوا النَّاسَ
مَنَازِلَهُمْ
আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মানুষের সঙ্গে তাদের মর্যাদা
অনুযায়ী আচরণ করো। (আবু দাউদ ৪৮৪২)
অন্য এক হাদীসে এসেছে-
عَنْ زَرْبِيٍّ، قَالَ
سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ جَاءَ شَيْخٌ يُرِيدُ النَّبِيَّ صلى الله
عليه وسلم فَأَبْطَأَ الْقَوْمُ عَنْهُ أَنْ يُوَسِّعُوا لَهُ فَقَالَ النَّبِيُّ
صلى الله عليه وسلم " لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا
وَيُوَقِّرْ كَبِيرَنَا " .
যারবী (রহঃ) থেকে বর্ণিত,
তিনি বলেন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু-কে বলতে
শুনেছি যে, নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসার উদ্দেশ্যে এক বৃদ্ধ এল। কিন্তু
উপস্থিত লোকজন তাকে পথ করে দিতে দেরী করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন, যে ব্যক্তি
আমাদের ছোটদের দয়া করে না আর বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের নয়। (তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৫)
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী
ভাই/বোন!
মামাকে তুই বলে ডাকলে মামা যদি কষ্ট না পান,তাহলে কোনো
সমস্যা নেই। তবে যদি কষ্ট পান,তাহলে বড়কে
কষ্ট দেওয়ার গুনাহ হবে।
তবে এর সাথে কোনো ছুরতেই হুরমত সাব্যস্ত হওয়ার নুন্যতম কোনো সম্পর্ক নেই।