আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
314 views
in পবিত্রতা (Purity) by (30 points)
reopened by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ,
(১) দাঁতের সমস্যার কারণে দাঁত দিয়ে কখনো রক্ত পড়ে। এ অবস্থায় সাধারণত একবার কুলি করার পর আর রক্ত দেখা যায় না। একবার কুলি করলেই চলবে কি? এসময় কি গড়গড়াসহ কুলি করতে হবে?
(২) কুলি করে পানি ফেলার সময় তো পানি ঠোঁটের কিছু অংশেও লেগে যায়। ওই জায়গাগুলো ধুতে হবে কি?

(৩) এ অবস্থায় বেসিনে কুলি করতে গেলে অনেক সময় পানি ছিটে গায়ে লাগে। এ থেকে বেঁচে থাকা তখন কষ্টকর হয়ে যায়।  এগুলো ধুতে গেলে আবার দেখা যায় সেই পানি ছিটে আরেক জায়গায় লাগে। এভাবে অনেক পানি ও সময় ব্যয় হয়। এক্ষেত্রে করণীয় কী?
(৪) দাঁত দিয়ে রক্ত পড়লে কুলি করার আগে যদি পানি খাওয়া হয়, তবে কি পাক হয়ে যাবে? পানি খাওয়ার সময় গ্লাস কি নাপাক হবে?

(৫)
ইস্তিঞ্জার পর বা শরীরের কোনো জায়গার নাপাকি ধুতে গেলে দেখা যায় তা ফ্লোর থেকে বা সরাসরি ছিটে শরীরের অন্যান্য জায়গায় লাগে। সেগুলো ধোয়ার সময় প্রায়ই সেই ছিটা আবার অন্যান্য জায়গায় লাগে। এভাবে অনেক পানি ও সময় খরচ হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কী?

(৬) এই পানি বা ছিটাগুলো তো বাথরুমের ফ্লোরে পড়ে। সেখান থেকে আবার ছিটে গায়ে লাগে। ফ্লোরের এই পানি ও এর ছিটাগুলো কি নাপাক? নাপাকি ধোয়ার পর পুনরায় ফ্লোরে পানি ঢেলে দিতে হবে কি?

(৭) গোসলের সময় শরীরে লেগে থাকা নাপাকি ধোয়ার ক্ষেত্রে যদি   সেই পানি বা এর ছিটা শরীরের অন্যান্য জায়গায় লাগে তবে তা কি নাপাক হিসেবে নিয়মমতো (যেভাবে নাপাকি পরিষ্কার করা হয়) ধুতে হবে? নাকি তা পাক ধরা যাবে?
এক্ষেত্রে হাত কি পুনরায় ধুতে হবে?

(৮) একটি কাপড়কে কোনো নাপাক বস্তুর সংস্পর্শে রাখা হলে
ওই কাপড়ে নাপাকির চিহ্ন দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ একসাথে থাকায় কাপড় থেকেও গন্ধ আসে, তবে সরিয়ে অন্য জায়গায় কিছুক্ষণ রেখে দিলে গন্ধ চলে যায়। ওই কাপড়টি তো পাকই আছে, তাই না?

(৯) নাপাকির পরিমাণ এক দিরহাম অপেক্ষা কম হলে তো ওই শরীর বা কাপড়ে নামায হবে।  কিন্তু এক্ষেত্রে তো ঘাম লেগে ওই নাপাকি ছড়িয়ে এক দিরহামের বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।  তাহলে করণীয় কী?

একসাথে অনেকগুলো প্রশ্ন করায় আন্তরিকভাবে দুঃখিত।
জাযাকুমুল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (565,890 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-


(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে একবার কুলি করাই যথেষ্ট, গড়গড়িয়ে কুলি করা জরুরি নয়।
,
(০২)
হ্যাঁ, ঐ জায়গাও ধুয়ে ফেলবেন।
,
(০৩)
রক্ত মুখে কুলি করতে গিয়ে বেসিনের ছিটে আসা শরীরে লাগা পানি নাপাক ধরা হবে।
অতঃপর বেসিন অন থাকার কারনে কিছু পানি চলে যাওয়ার পর শরীর/কাপড়ে লাগা সেই ছিটে আসা পানি ধৌত করার সময় পুনরায় বেসিনের ছিটে আসা পানিকে প্রয়োজনের ভিত্তিতে নাপাক বলা হবেনা।  
,
(০৪)
যদি মুখে রক্ত অবশিষ্ট না থাকে,তাহলে মুখ পাক হবে।
উক্ত গ্লাসে রক্তের স্পর্শ হওয়ার সম্ভাবনা রয়েছে,তাই সেটি সতর্কতামূলক ধুয়ে নিবেন।   
,
(০৫)
ইস্তিঞ্জার পর বা শরীরের কোনো জায়গার নাপাকি ধুতে গেলে দেখা যায় তা ফ্লোর থেকে বা সরাসরি ছিটে শরীরের অন্যান্য জায়গায় লাগে। এক্ষেত্রে শুধু সেই ছিটে আসা পানি ধুয়ে ফেলবেন।
সেটি ধোয়ার সময় তার থেকে ছিটে আসা পানি ধুয়ে ফেলতে হবেনা। 

(০৬)
হ্যাঁ, তাহা নাপাক।
তাই এক্ষেত্রে পুনরায় ফ্লোরে পানি ঢেলে দিবেন।
,
(০৭)
এক্ষেত্রে যেভাবে নাপাকি পরিষ্কার করা হয়, সেভাবে তাহা পরিস্কার করতে হবেনা।
সম্পূর্ণ শরীরে পানি ঢালার সময় সেই স্থান পাক হয়ে যাবে।
হাত পুনরায় ধোয়া আবশ্যক নয়।  

(০৮)
হাদিস শরিফে এসেছে,

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ أُتِيَ رَسُولُ اللَّهِ ﷺ بِصَبِيٍّ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ

উম্মুল মু’মিনীন আয়শা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ﷺ-এর কাছে একটি শিশুকে আনা হল। শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনালেন এবং এর ওপর ঢেলে দিলেন। (সহীহ বুখারী ২২২)

https://www.ifatwa.info/7947 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে, 

 وَكَذَا لَوْ لَفَّ الثَّوْبَ النَّجَسَ فِي ثَوْبٍ طَاهِرٍ وَالنَّجَسُ رَطْبٌ مُبْتَلٌّ وَظَهَرَتْ نَدْوَتُهُ فِي الثَّوْبِ الطَّاهِرِ لَكِنْ لَمْ يَصِرْ بِحَالٍ لَوْ عُصِرَ يَسِيلُ مِنْهُ شَيْءٌ مُتَقَاطِرٌ لَا يَصِيرُ نَجَسًا. اهـ

যদি ভিজা নাজাসত সম্ভলিত কাপড়কে পবিত্র কাপড়ের সাথে লেপ্টিয়ে দেয়া হয় বা ভাজ করা হয়,এবং শুকনা কাপড়ে নাজাসতের চিহ্ন পরিলক্ষিত হয়,যদি শুকনো কাপড় এমন পর্যায়ে পৌছে না যে,তাকে চিপানো হলে, তা থেকে কিছু বের হবে,তাহলে এমতাবস্থায় উক্ত কাপড় নাপাক হবে না।(আল-বাহরুর রায়েক-১/২৪৪)

আল্লামা হাসক্বাফী রাহ লিখেন,
لُفَّ طَاهِرٌ فِي نَجِسٍ مُبْتَلٍّ بِمَاءٍ إنْ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَرَ تَنَجَّسَ وَإِلَّا لَا. وَلَوْ لُفَّ فِي مُبْتَلٍّ بِنَحْوِ بَوْلٍ، إنْ ظَهَرَ نَدَاوَتُهُ أَوْ أَثَرُهُ تَنَجَّسَ وَإِلَّا لَا.
যদি পবিত্র কাপড়কে -অপবিত্র এমন কাপড় যা পানি দ্বারা ভিজা থাকে- এর সাথে ভাজ করা হয়ে থাকে,যদি পবিত্র শুকনো কাপড় এমনভাবে ভিজে যে,তা তাকে চিপানো হলে তা থেকে কিছু বের হবে,তাহলে সেই শুকনো পবিত্র কাপড়ও অপবিত্র হয়ে যাবে।নতুবা অপবিত্র হবে না।আর যদি শুকনো কাপড়কে প্রস্রাব ইত্যাদি দ্বারা ভিজা কাপড়ের সাথে ভাজ করা হয় বা লেপ্টানো হয়,যদি পবিত্র কাপড়ে নাজাসতের কোনে চিহ্ন পরিলক্ষণ করা যায়,তাহলে উক্ত পবিত্র কাপড়ও অপবিত্র হবে, নতুবা অপবিত্র হবে না।(রদ্দুল মুহতার-১/৩৪৭)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি সরিয়ে অন্য জায়গার রাখার পর নাপাকির কোনো চিন্হ,গন্ধ আর না পাওয়া যায়,তাহলে তাহা নাপাক হবেনা।
তবে এটি শুকিয়ে যাওয়ার কারনে বা পানির সাথে মিশিয়ে যাওয়ার কারনেও হতে পারে।
তাই এমনটি হলে সেটিকে নাপাক ধরে নিয়ে  ধুয়ে ফেলবেন।  
,
(০৯)
যদি ঘামের কারনে এক দিরহাম তবা তার চেয়ে বেশি হয়ে যায়,তাহলে সেটি সহকারে নামাজ হবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (565,890 points)
সংযোজন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 300 views
...