জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান মতে পবিত্রতা অর্জন করা নামাজের জন্য শর্ত।
পবিত্রতা ব্যাতিত নামাজ হয়না।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡہَکُمۡ وَ اَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَ امۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَ اَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ ؕ وَ اِنۡ کُنۡتُمۡ جُنُبًا فَاطَّہَّرُوۡا ؕ
মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথায় মাসেহ কর এবং পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নাও এবং যদি তোমরা অপবিত্র থাক, তবে উত্তম রুপে পবিত্র হবে।
(সুরা মায়েদা ০৬)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، ح وَحَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ " لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ
কুতায়বা ইবনু সাঈদ ও হান্নাদ (রহঃ) ... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তাহারাত ছাড়া সালাত কবূল হয় না।
ইবনু মাজাহ -২৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ১ [আল মাদানী প্রকাশনী]
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে ইমাম মুক্তাদী কাহারই নামাজ হয়নি।
সকলকেই পুনরায় সেই নামাজ আদায় করতে হবে।
আরো জানুনঃ
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
আপনি এক্ষেত্রে পরবর্তী দিন বা তার কয়েকদিনের মধ্যে ফজরের নামাজে সেই মসজিদে নিজে হোক বা ইমাম সাহেবের মাধ্যমে হোক,বা অন্য কাহারো মাধ্যমেই হোক,কারন বশত ঐ দিনের ফজরের নামাজ না হওয়ার বিষয়টি ই'লান করাবেন।
তাহলেই সমস্যার সমাধান হবে,ইনশাআল্লাহ।
মসজিদের ইমাম/মুয়ায্যিনকে বিষয়টি ই'লান করতে বলে তারা অবশ্যই ঈমানী দায়িত্ব হিসেবে ই'লান করে দিবে।
পরে কোনো এক ফজরের নামাজের পর ই'লান করবে,তাহলে এই নামাজে সেদিন যারা যারা উপস্থিত ছিলো,তারা বিষয়টি সম্পর্কে জানতে পারবে,আর কাজা নামাজও তুলতে পারবে।
কেউ অনুপস্থিত থাকলে তারাই অনুপস্থিত ব্যাক্তিদের জানিয়ে দিবে,আপনার কিছুই করতে হবেনা।
★আপনি শুধু ইমাম/মুয়ায্যিন/কমিটির কেউ/অন্য কাহারো মাধ্যমে ই'লানের ব্যবস্থা করবেন।