আসসালামু আলাইকুম।
দয়া করে সম্পূর্ণ বর্ননা পইড়েন।
দয়া করে বিরক্ত না হয়ে আমার উত্তর দিয়েন।
আমি এর আগেও খালওয়াতে সহীহা নিয়ে প্রশ্ন করেছি, তবে এবারের পরিস্থিতি ভিন্ন।
আমারা স্বামী- স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী।
মুহতারাম,
বিভাগের সেমিনার রুমে দরজা লাগানো অবস্থায় স্বামী-স্ত্রী ছাড়া অন্য কেউ না থাকলে কি এটা খালওয়াতে সহীহা হয়ে যাবে?
সম্পূর্ন ঘটনা খুলে বলতেছিঃ
আমাদের বিভাগটা যেই তালা তে অবস্থিত,সেই তালার এক প্রান্তে বিভাগের অফিস রুম এবং অন্য প্রান্তে সেমিনার রুম( সেমিনার রুম হচ্ছে বিভাগের নিজস্ব ছোট একট লাইব্রেরির মত, যেখানে আলমারিতে বই রাখা এবং শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য টেবিল-চেয়ার রাখা।সেমিনার রুমে স্যার,শিক্ষার্থী,অফিসের স্টাফ সবার যাওয়ার অনুমতি আছে।ওখানে বই থাকে,সংবাদপত্র রাখা থাকে,যার যখন যেটা প্রয়োজন নিতে পারে।)
করোনাকালীন সময়ে তো সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আপনি জানেন ই।শুধু অফিস খোলা থাকে এবং প্রয়োজন অনুযায়ী স্যাররা বিভাগে যান।
আমরা স্বামী- স্ত্রী সহ ৪/৫ জন বন্ধু একসাথে ভর্তি হতে গিয়ছিলাম বিভাগে । প্রথমে আমারা ৪/৫ জন সবাই সেমিনার রুমে বসে ছিলাম। এর পর একজন একজন করে ওরা চলে যায়।আমি এবং আমার স্ত্রী তখন সেমিনার রুমে দুইজন ছিলাম,আর কেউ ছিলো না। আমরা যখন একা ছিলাম,সেই সময়ের মধ্যে আমাদের একটা ফ্রেন্ড এসেছিলো,কিছুক্ষণ ছিলো,কিছুক্ষণ পর আবার চলে গিয়েছিলো।আমরা আবার সেমিনার রুমে শুধু দুইজন হয়ে গিয়েছিলাম। আরো ও উল্লেখ করতেছি যে,আমাদের সেমিনারে ২ টা রুম।ভেতরের রুমে সেমিনারের দায়িত্বে একজন অফিসের স্টাফ বসা থাকেন(তিনি থাকা অবস্থায় ও ভেতরের রুমের দরজা লাগানো থাকে), আমরা দুজন বসেছিলাম বাহিরের রুমে।সেমিনারের দায়িত্বে থাকা স্টাফ ভিতরের রুম তালা দিয়ে কিছুক্ষনের জন্য বাহিরে গিয়েছিলেন এবং আবার ফিরে এসেছিলেন।আমরা তখনও বাহিরের রুমে বসা ছিলাম।
★আমাদের সেমিনার রুম এসি করা বিধায়,সবসময় সেমিনার রুমের দরজা লাগানো থাকে।লাগানো মানে, যে কেউ যোকোন সময় ঢুকতে পারে।কেউ দরজা ধাক্কা দিয়ে ঢুকলে আবার দরজা নিজ থেকেই লেগে যায়।
★আমার স্ত্রী বোরকা পরিহিত ছিলো।আমরা কিছুই করি নাই।
সেমিনার রুমে দরজা লাগানো অবস্থায় আমরা একা থাকাতে কি আমাদের খালওয়াতে সহীহা হয়ে গেছে???
কিন্তু মুহতারাম একটা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সেমিনার তো আর সহবাসের জায়গা না।
কিন্তু রুমের দরজা লাগানো অবস্থায় শুধু আমরা দুজন থাকায় আমি টেনশনে পড়ে গেছি।
আপনি একটু দয়া করে বলেন।