আসসালামু অলাইকুম। কোনো রাষ্ট্রে যদি পরিপূর্ণ শরিয়াহ আইন মেনে চলে তাহলে সেখানে বসবাসরত অমুসলিমদের বসবাসের বিধান কি হবে? তারা কি রাষ্ট্রের যেকোনো স্থানে থাকতে পারবে? অন্যান্য মুসলিম ভাইদের মতোই থাকতে পারবে?সকল কাজে অন্য মুসলিম ভাইদের মত অংশগ্রহণ করতে পারবে?
2)ঐদেশে থাকা অমুসলিম নারীদের কি হবে? তাদের কি ইসলামিক পর্দা মেনে চলাই লাগবে? তারা যদি ফ্রী মিক্সিং করে থাকে তাহলে তাদের জন্য কোন আইন প্রযোজ্য? কেননা তারা যদি বলে থাকে আমরা মুসলিম ধর্ম মানি না আর ইসলামে জবরদস্তি নাই।
সেক্ষেত্রে করণীয় কি,?