আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
445 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (18 points)
আসসালামু আলাইকুম।
কোনো গায়রে মাহরাম নারীর কণ্ঠস্বর শুনা কি পুরুষদের জন্য জায়েজ হবে কি,যদি সেই মহিলা কোমল স্বরে কথা বলে?
আমি একটি কবিতা আবৃত্তির সংগঠনের সাথে যুক্ত হয়েছিলাম, মুখের জড়তা এবং সুন্দরভাবে কথা বলা আয়ত্ত করার জন্য। সেখানে কয়েকজন নারী শিক্ষার্থী ও আছে কিন্তু তারা যখন কথা বলে তখন আমি আমার ডিভাইসের সাউন্ড টি কমিয়ে নিই যাতে তাদের কণ্ঠস্বর আমাকে শুনতে না হয়। সেখানে প্রায়সময় কোনো শিক্ষক অনলাইনে ক্লাস নেন কিন্তু শুনেছি যে কয়েকটি ক্লাস কোনো নারী শিক্ষিকা  নিবেন। অই ক্লাসগুলো করা কি জায়েজ হবে? এই সংগঠনের সাথে থাকা কি আমার জন্য জায়েজ হবে?
(বি.দ্রঃ যেহেতু ভাল-ভাবে কথা বলার প্রয়োজনীয়তা আছে, অফলাইনে এরকম কোনো সংগঠনের সাথে যোগ দিলে আমি আশংকা করি যে সেটা আমার জন্য বেশি খারাপ হবে, অনলাইনে সে তুলনায় কম খারাপ হবে কারণ অনলাইনে নারী শিক্ষার্থীরা সাধারণত ভিডীও অফ করে ক্লাস করে,মাঝে মাঝে স্যারেরা তাদের ও অন করতে বলেন )

1 Answer

0 votes
by (589,140 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/2058 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ;১৯/১৯৩ এ নারীদের আওয়াজ সতরের অন্তর্ভুক্ত হওয়ার (মারজুহ) রেওয়াতকে বর্তমান প্রেক্ষাপটে অগ্রাধিকার দিয়ে বলা হয়েছে যে,পর-পুরুষের সামনে মহিলা বক্তৃতা দিতে পারবে না।বক্তৃতা প্রদান জায়েয হবে না।

যেহেতু নারীকন্ঠ মূলত সতরের অন্তর্ভুক্ত নয়,তাই ফিৎনার আশংকা না থাকলে তথা বৃদ্ধ মহিলা বা বিশেষ প্রয়োজন থাকলে তাদের কন্ঠ শুনার অনুমোদন দেয়া যেতে পারে।সতর্কতামূলক এত্থেকে বেঁচে থাকাই উত্তম।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু পরনারীদের কন্ঠস্বর শ্রবণ করা হারাম তাই আপনি তাদের কন্ঠস্বর শ্রবণ করতে পারবেন না।তাদের কন্ঠস্বর শ্রবণ করা ব্যতিত যদি আপনি ক্লাস করতে পারেন,তাহলে ক্লাস করবেন। নতুবা ক্লাস বর্জন করবেন।প্রতিষ্টান বর্জন করবেন।

হ্যা, একথা অবশ্যই ঠিক যে, অফলাইনের চেয়ে অনলাইনের বিষয় কিছুটা শীতিল।

যদি ইসলাম ও মুসলমানের কথা জনসম্মুখে প্রচার করার উদ্দেশ্য নিয়ে আপনি এ জ্ঞান শিখতে চান, তাহলে হয়তো অনুমোদন হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (18 points)
জাযাকাল্লাহু খইরান।
"পরনারীদের কন্ঠস্বর শ্রবণ করা হারাম তাই আপনি তাদের কন্ঠস্বর শ্রবণ করতে পারবেন না।"
এই লাইনটা বুজতে একটু সমস্যা হচ্ছে। আমরা দেখি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা সাহাবায়ে কেরাম রাঃ এর জামানায় নারীরা পুরুষদেরকে দীনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করত। তাহলে এক কথায় কণ্ঠস্বর শুনা হারাম হয় কি করে?একটু ব্যাখ্যা করলে ভাল হয়, হজরত।
 নারীদের কন্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত এটা আমি জানতাম কিন্তু কণ্ঠ শুনার বিষয়টি নিয়েই মূলত প্রশ্ন
https://www.ifatwa.info/2058  এই লিঙ্কে ডুকা যাচ্ছে না

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...