বিসমিল্লাহির রাহমানির রাহিম
জবাবঃ-
https://www.ifatwa.info/425 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
প্রথমে আমাদেরকে একটি মূলনীতি বুঝতে হবে।
সেটা হল,
হারাম জিনিষের মৌলিকত্ব চলে যাবার পর তার বিধান কি?সে সম্পর্কে বর্ণিত রয়েছে.........
আর হারাম কোন বস্তু যেমন শুকর ইত্যাদির যদি এমনভাবে রিফাইন করা হয় যে, এসবের কোন মৌলিকত্ব বাকি না থাকে, তাহলেও উক্ত বস্তু ব্যবহার করা জায়েজ আছে। আর যদি সেসব হারাম বস্তুর মৌলিকত্ব বাকি থাকে, তাহলে উক্ত বস্তু যাতে মিশ্রিত করা হবে, তা ব্যবহার করা জায়েজ হবে না।{নিহায়াতুল মুহতাজ লির রামালি-৮/১২}
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
পিয়াজের যেহেতু মৌলিকত্ব দূর হয়ে গেছে, তাই পিয়াজ থেকে তৈরীকৃত তেল ব্যবহার নাজায়েয বা হারাম হবে না।
হ্যা, এখনও উক্ত তেলে পিয়াজের দুর্গন্ধ পুরোপুরি বাকী থাকলে, তা অবশ্যই মাকরুহ হবে। আর পুরোপুরি বাকী না থাকলে মাকরুহ হবে না।