জবাব
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي رَزِينٍ وَأَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثَ مَرَّاتٍ فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ " . - صحيح
আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ রাত্রে জাগ্রত হলে সে যেন নিজের হাত তিনবার না ধুয়ে (পানির) পাত্রে হাত ডুবিয়ে না দেয়। কারণ তার জানা নেই (ঘুমের অবস্থায়) তার হাত কোথায় রাত কাটিয়েছে।
মুসলিম (অধ্যায়ঃ পবিত্রতা, ৩/১৮১ নাবাবী), আহমাদ (২/২৫৩, ৪৭১) আবু দাউদ ১০৩)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
এমনিতেই ঘুম থেকে উঠার পর হাত ধোয়ার কথা হাদীস শরীফে এসেছে।
তাই এক্ষেত্রে হাত ধৌত করতে হবে।
প্রশ্নে উল্লেখিত ছুরতে হাতের সাথে কোমরের নিচে ধুয়ে ফেলাই যথেষ্ট।
,
তবে হাতে নাপাকি লাগা সম্পর্কে নিশ্চিত হলে হাত অবশ্যই ধৌত করতে হবে।
উক্ত নাপাক হাত শরীরের অন্য স্থানে যাওয়া সম্পর্কে নিশ্চিত হলে বা সেখানে নাপাকির চিন্হ পাওয়া গেলে সেগুলোও ধৌত করতে হবে।