আসসালামু আলাইকুম।
সম্মানিত মুফতি সাহেব,
আমি অনেক আশা নিয়ে প্রশ্ন করেছি।আল্লাহর ইচ্ছায় এবার উত্তর পেয়ে নিশ্চয়ই আমার সব বিভ্রান্ত দূর হয়ে যাবে।
দয়া করে আমার প্রশ্নগুলো পড়ে উত্তর দিয়েন।
দয়া করে।
১) আমার স্বামী অত্যন্ত বদমেজাজি, রাগ কন্ট্রোলে রাখতে পারে না,খুব ছোট বিষয় নিয়ে ও অনেক রাগ করে ফেলে।
আবার কিছুক্ষন পরই রাগ পানি হয়ে যায়, তখম খুব সুন্দর ব্যবহার করে।
★আমার প্রশ্ন হলোঃ
আমার কোন বোকামিতে,তার কোন কথার অবাধ্যতায়,তার কোন অপছন্দীয় কাজ করার কারনে সে যখন আমার উপর রেগে যায়,তখন বিভিন্ন সময় নিম্নোক্ত বাক্যগুলে ব্যবহার করেঃ
"আমি তোমাকে দূর করে দিছি,তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই,তোমার নিকট আমার কোন কাজ নাই,তুমি আমার নিকট হইতে পৃথক হয়ে যাও,তোমাকে পৃথক করে দিলাম,আমার ঘর হইতে চলে যাও,বাহির হও,যাও দূর হও,বাপ-মায়ের মাথায় গিয়ে চড়ো,নিজের বাড়ি যাও,তোমার সাথে আমার বনিবনা হবে না।
তুমি নতুন স্বামী খুঁজো,তোমাকে তো আমি আঁটকায় রাখি নাই,তুমি তো স্বাধীন,আমাকে পছন্দ না হলে চলে যাও,তখন আমাকে বইলো,যা করা লাগবে করে দিবো। "
সবসময়ই নিয়ত ছাড়া।রাগে বলে ফেলে,আমাকে ভয় দেখায়। ১০০% শিউর আমার সাথে ওর বিচ্ছেদ হোক সে কখনোই আল্লাহর রহমতে চায় না।
আমি তো বলছি,সে একটু পরেই আবার নরম হয়ে যায়।
এখন জনাব, আমি জানতে চাই যখন আমাদের ঝগড়া হয়,আমি কখনো এমন কথা বলি না-
" আমাকে তালাক দিয়ে দাও, ছেড়ে দাও,আমাকে ডিভোর্স দিয়ে দাও,আমি চলে গেলাম, ....... "।
শুধু মাঝে মাঝে তার সাথে একটু তর্ক করি,অর্থাৎ অন্যান্য কথার মাধ্যমে ঝগড়া করি।অথবা ও থেমে শান্ত হয়ে গেলে আমি শুরু করি।
★★★উপরোক্ত ঘটনাগুলোর প্রেক্ষিতে আমাদের বৈবাহিক সম্পর্ক কি,ঠিক থাকে???
নাকি আমাদের মাঝে তালাক হয়ে যায়??? আমার স্বামী কিন্তু তালাকের নিয়তে এসব বলে না।
২) পূর্বের ফতোয়াতে আপনি উল্লেখ করেছেনঃ স্ত্রী এমন কোনো বাক্য ব্যবহার করেছে,যেটি বিবাহ বিচ্ছেদ চায় বা এই জাতীয় কোনো বাক্য বলে,সেই মজলিসকেই তালাকের মজলিস বলে।
আমাকে এমন কতগুলো বাক্যের উদাহরণ দেন।
দয়া করে।
তাহলে আমি ঐসব বাক্য জীবনেও মুখে আনবো না,ইনশাআল্লাহ।
দয়া করে আমাকে সাহায্য করেন।
★★★ আমি কেনায়া তালাক সম্পর্কিত আপনাদের পূর্বের ফতোয়াগুলোর দলিল সব দেখেছি,তাই আমাকে কোন দলিল দিতে হবে না,
শুধু আমার ২ টা প্রশ্নের উত্তর দিলেই হবে।
আমার কাছে ২ টা প্রশ্নের উত্তরটাই যথেষ্ট এবং আমার জন্য বুঝতে সহজ হবে।
★আমরা হানাফি মাযহাব অনুসরণ করি।
জাযাকাল্লাহ খাইরান