বিসমিহি তা'আলা
সমাধান-
আপনি ঘরে কেন মুখ ঢেকে রাখবেন?ঘরের ভিতর মাহরাম পুরুষের সামনে কনুই পর্যন্ত হাত ও টাখনু পর্যন্ত পা,এবং মুখ খোলা রাখা যায়।
আর মায়ের সামনে সতর তো আরো শীতিলযোগ্য।
ঘরের বাহিরে হিজাব পড়বেন।
যদি এমন হয় যে,আপনি ঘর থেকে নিকাব পড়ে বের হলে আপনার মা অযাচিত কিছু করে বসবে, তাহলে আপাতত কয়েকদিন বাসার বাহিরে এসে নিকাব পড়বেন।সাথে সাথে মাকে দ্বীন সম্পর্কে বুঝাতে থাকেন।মায়ের সাথে উচ্ছবাক্য করবেন না।নিরবতা ও হেকমতের দাওয়াতের কাজ ককরুন।পরপুরুষের সামনে হিজাব পরিধান করবেন।
হয়তো একদিন আপনার মা ঠিকই বুঝবেন।
আল্লাহ আপনাকে মাকে দ্বীন বুঝার তাওফিক দান করুক।এবং আপনাকে দ্বীনের উপর চলতে সাহায্য করুক।আমীন।
শত কোমলতা প্রদর্শনের পরও যদি আপনার মার কোনো পরিবর্তন না আসে,তো আর কি করা যায়।আপনি দ্বীনের উপর অটল অবিচল থাকবেন।
শত বাধা আসবে কিন্তু ঘাবড়াবেন না।
আল্লাহ নিশ্চয় সাহায্য করবেন।
আমীন।
অাল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ