ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
প্রত্যেক ভালো কাজ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা ।
হাদীস শরীফে এসেছে-
عن
أبي هريرة قال قال رسول الله صلي الله عليه و سلم كلُّ أمرٍ ذي بالٍ لا يُبدَأُ
فيه بحمدِ اللهِ أقطَعُ
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। মহানবী রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক ভালো
কাজের শুরুতে যদি আল্লাহর প্রশংসা দ্বারা শুরু হয় না, তা হলে তা অসম্পূর্ণ
থেকে যায়।’ (সহীহ ইবনে হিব্বান ২)
প্রত্যেক ভালো কাজ ‘বিসমিল্লাহ’ দিয়ে শুরু করা ।
হাদীস শরীফে এসেছে-
[عن أبي هريرة:] قال قال رسول الله صلي الله عليه و سلم كلُّ أمرٍ
ذي بالٍ لا يُبدأُ فيه ببسمِ اللهِ الرحمنِ الرحيمِ أقطعُ
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। মহানবী রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক ভালো
কাজের শুরুতে যদি ‘বিসমিল্লাহ’ বলা না হয়, তা হলে তা অসম্পূর্ণ থেকে যায়।’
তাখরীজুল কাশশাফ ১/২৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী
ভাই/বোন!
নতুন ঘর,
দোকান,
অফিস,
নতুন জায়গা ইত্যাদি উদ্বোধন উপলক্ষে কোনো আলেমকে ডেকে এনে দোয়া
পড়িয়ে নেওয়া আবশ্যক বা জরুরী নয়। সুতরাং উদ্বোধন উপলক্ষে দোয়া না পড়ালে যে ক্ষতি হবে
কুরআন-সুন্নায় এমন কথা নেই । তবে কোনো ভালো
কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করার কথা হাদীসে আছে। তাই এই হাদীসের উপর
আমল করা উত্তম।
তবে যদি কেউ নতুন ঘর, দোকান, অফিস, নতুন জায়গা ইত্যাদি উদ্বোধন উপলক্ষে কোনো আলেমকে ডেকে
এনে দোয়া পড়িয়ে নিতে চাইলে নিতে পারে। তবে জরুরী বা আবশ্যক নয়।