বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
★দু
বিপরীত লিঙ্গ পরস্পর মিলিত হলে এবং পুরুষাঙ্গের অগ্রভাগ অদৃশ্য হয়ে গেলেই গোসল
ওয়াজিব হয়ে যায় যদিও বীর্যপাত না হয়।
হাদীস শরীফে এসেছে-
عَنْ عَمْرِو بْنِ
شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله
عليه وسلم ـ " إِذَا الْتَقَى الْخِتَانَانِ وَتَوَارَتِ الْحَشَفَةُ
فَقَدْ وَجَبَ الْغُسْلُ " .
আমর ইবনু শুআইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার
পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দু বিপরীত লিঙ্গ পরস্পর মিলিত হলে এবং
পুরুষাঙ্গের অগ্রভাগ অদৃশ্য হয়ে গেলেই গোসল ওয়াজিব হয়। ( সুনানে ইবনে মাজাহ ৬১১ )
★শরীয়তের
বিধান হলো উত্তেজনার সাথে বীর্য বের হলে
গোসল ফরজ হয়ে যায়।
আল্লাহ তাআলা বলেন,
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ
তোমরা জুনুবি হও তবে (গোসল করে) সারা দেহ পবিত্র করে নাও। (সূরা মায়েদাহ ৬)
আর জুনুবি বলা হয়, ওই
ব্যক্তিকে যার বীর্য সবেগে ও উত্তেজনার সঙ্গে বের হয়েছে।
যেমন, আল্লাহ
তাআলা বলেন,
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ مِن مَّاءٍ
دَافِقٍ
অতএব, মানুষের
দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে, সে সৃজিত
হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। (সূরা আত্ব-তারিক্ব ৫, ৬)
রাসূলুল্লাহ ﷺ আলী
রাযি.-কে বলেছিলেন,
فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ
যদি উত্তেজনা বশতঃ বীর্য নির্গত হয় তবে গোসল করবে। (আবুদাউদ ২০৬) অন্যথায় নয়।
আরো বিস্তারিত জানুন - https://ifatwa.info/4875/
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী
ভাই/বোন!
১. স্বামীর লজ্জাস্থান স্ত্রী মুখে নিলে যদি
বীর্যপাত না হয় তাহলে স্বামীর উপর গোসল আবশ্যক হবে না । তবে এ জাতীয় কাজ
থেকে বিরত থাকা শ্রেয়। কারণ, মুখ হলো এমন পবিত্র স্থান যা দ্বারা কুরআন তেলাওয়াত,
যিকির ও দোয়া পড়া হয়।
২. স্ত্রীর লজ্জাস্থানে বা যোনিতে স্বামী আঙ্গুল
প্রবেশ করালে যদি বীর্যপাত না হয় তাহলে স্ত্রীর উপর গোসল আবশ্যক হবে না।