আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
1,221 views
in সালাত(Prayer) by (60 points)
আমাদের সমাজের আহলে হাদিসরা মানবরচিত আইন দ্বারা শাসনকে বড় শিরক ভাবে না। তারা শাফকগোষ্ঠীর জন‍্য দোআ করতে বলে অথচ বুখারীর 7056 নং হাদিসে বলা হচ্ছে -যদি শাসকগোষ্ঠী সুস্পষ্ট কুফর করে তাহলে তাদের অনুগত‍্য করা যাবে না।

যেহেতু তারা এটাকে বড় পাপ ভাবে না তাহলে কি তাদের পিছনে নামাজ সহিহ হবে?

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
উত্তর
بسم الله الرحمن الرحيم 

আহলে হাদীসরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরের কেউ নন।
কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের দশটি উল্লেখযোগ্য বড় আক্বিদা সমূহের কোনো একটিও তাদের মধ্যে অনুপস্থিত নয়।
সুতরাং তাদেরকে ইসলাম ও মুসলমান থেকে খারিজ বলা যাবে না।
হ্যাঁ  আহলে সুন্নাত ওয়াল জামায়াতের   আক্বিদা-বিশ্বাসের কোনো কোনো আক্বিদাকে তাদের কেউ কেউ নিজস্ব দৃষ্টিভঙ্গি দ্বারা  ব্যাখ্যা করে,সে হিসেবে তাদের গোমরাহ বা পথভ্রষ্ট বলা যেতে পারে।তবে কাফির বলা যাবে না।
,
সুতরাং তাদের পিছনে নামায বিশুদ্ধ হবে না।তাদের পিছনে ইকতেদা বিশুদ্ধ হবে না।এমনটা মনে করা যাবে না।

যেমন রাসূলুল্লাহ সাঃ বলেছেন,

ﺍﻟﺼﻼﺓ ﻭﺍﺟﺐ ﺧﻠﻒ ﻛﻞ ﺑﺮ ﻭﻓﺎﺟﺮ "

প্রত্যেক নেককার ও বদকার সবার ইমামতিতে জামাতে নামায পড়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব।(মসনদে আহমদ)

হ্যা যদি কেউ ব্যক্তিগত ভাবে কবিরাহ গোনাহে লিপ্ত থাকে,এবং প্রকাশ্যে গোনাহ করে থাকে, তাহলে এমন প্রকাশ্য গোনাহকারীর পিছনে অবশ্যই ইকতেদা না করাই উত্তম। এমন প্রকাশ্য গোনাহকারীর পিছনে যত নামায পড়া  মাকরুহে তাহরিমি। 
 والله أعلم بالصواب 

এই বিষয়েে বিস্তারিত জানতে    https://ifatwa.info/1402/ 
লিংকে যান।

উত্তর লিখনে
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...