বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير)
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)
স্বপ্নে নিজেকে কুফরি করা দেখা, এমন স্বপ্নটা শয়তানের পক্ষ্য থেকেই হয়ে থাকে।
এমন স্বপ্ন প্রদর্শন কারীর জন্য বেশী বেশী করে ইস্তেগফার করা জরুরী।
(২)
গান শ্রবণ করা গোনাহ।তবে এজন্য মানুষ কাফির হবে না।হ্যা ঐ ব্যক্তির অবশ্যই গোনাহ হবে।
(৩)
সম্মান দেখানোর জন্য যেখানে নবী রাসূলকে স্যালুট করার কোনো নিয়ম ইসলামে নাই,এমনকি যেখানে স্যালুট বিষয়টাও ইসলামে সমর্থনযোগ্য নয়,সেখানে পরস্পর পরস্পরকে স্যালুট করা কিভাবে অনুমোদনযোগ্য হতে পারে!!!