আসসালামুয়ালাইকুম।
আমি একটি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকুরি করি। স্বাভাবিকভাবেই এখানে কাজের চাপ তুলনামূলকভাবে কম। প্রায় সময় ই দেখা যায় যে ওয়ার্কিং টাইম এর তুলনায় কাজ অনেক কম থাকে।
আমি চাকুরীর কারনে ঢাকায় একা মেসে থাকি, তবে আমার বাবা,মা, বউ অন্য বিভাগে থাকেন। আমার অফিস নরমালি শুক্র শনিবার বন্ধ থাকে। আর রেগুলার অফিস টাইম ৯টা-৫টা।
এখন আমার প্রশ্ন হলো, আমি যদি বৃহস্পতিবার অফিসের আমার ভাগের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে, অফিসের বসের পার্মিশান নিয়ে বাসায় যাওয়ার জন্য অফিস থেকে তাড়াতাড়ি (যেমন ধরা যায় ২টা বা ৩টায়) বের হয়ে যাই, তাহলে এটি কি আমার জন্য জায়েজ হবে? নাকি হারাম হবে?
জানাবেন ইন শা আল্লাহ।
জাযাকাল্লাহু খাইরান।