১। একজন দ্বীন পালনে সচেষ্ট মেয়ে অনেকদিন থেকে বিয়ের জন্য মা পরিবারকে ইঙ্গিতে বলেছিল, বিয়ে হয়নি। এক বান্ধবীর মাধ্যমে প্রাপ্ত বিয়ের একটা প্রস্তাবের বিষয়টি পরিবারকে জানায়। পরিবার প্রাথমিক অনুমতি দেয় এবং এ পাত্রের সাথে কথা বলে দেখবে কিনা জিজ্ঞেস করলে বাবা কথা বলার অনুমতি দেয়। উনার সাথে কথা বলে ভালো লাগতে থাকে অপরদিকে পরিবার থেকে বিয়েটার অগ্রগতি দেরি হচ্ছিল দেখে, ফিতনা থেকে বাঁচতে পরিচয়ের ২/৩ সপ্তাহের মধ্যেই নিজে থেকে (আলেমের সাথে কথা বলে এই বিয়ে বৈধ জেনে) সাক্ষীর উপস্থিতিতে কাবিননামা ছাড়াই বিয়ে করে। উনি ভেবেছিলেন যেহেতু বাবা প্রাথমিক অনুমতি দিয়েছে পরে হয়তো ঠিক হয়ে যাবে।
২। কিছুদিন পর বিয়ের ডকুমেন্ট রাখার জন্য তারা কাজী অফিসে কাবিননামাসহ বিয়ে করে। পরবর্তীতে বাবার অনুমতিতে পারিবারিকভাবে আবার বিয়ে হয়।
৩। পারিবারিক বিয়ের কাবিননামায় ১৮ নং কলামে তালাকে তৌফিজ এর অনুমতি দেয়া ছিল। আপনি কি তালাক-ই-তৌফিজের অনুমতি দেন, দিলে কি শর্তে ? এরকম প্রশ্নের উত্তরে লেখা ছিল "হ্যা, শরীয়তের শর্তানুযায়ী"। পূর্বের করা কাবিননামায় কি লেখা ছিল সেটা মনে নেই।
৪। বিয়ের কিছুদিন পর থেকে স্বামীর প্রচন্ড মানসিক অত্যাচার, ভরণপোষণ ঠিক মত না দেয়া, বহুবার বহুদিনের জন্য আলাদা ও কথা না বলে থাকা এবং অনেক দিনের প্রচেষ্টা সত্ত্বেও সম্পর্ক উন্নতি না হওয়ার পর ছাড়াছাড়ির প্রসঙ্গ আসে। স্বামী দ্বীনদারীতার বিষয়ে আগে সচেষ্ট থাকলেও পরে নামাজ না পড়া এবং এ সকল বিষয়ে স্ত্রী তাকে রিমাইন্ডার দিলে তার সাথে খারাপ আচরণ এবং হালকা ভাবে মারতে আসা বা মারা এসকল কারণে স্ত্রীও উনার সাথে আর সংসার করার আগ্রহ রাখে না। পারিবারিকভাবে বিষয়টি মিটমাটের চেষ্টা করে লাভ হয়নি। প্রথমে স্বামী তালাকের নোটিশ পাঠিয়ে দিবে বলে জানায়। পরবর্তীতে স্বামী জানায় সে নোটিশ পাঠাবে না, স্ত্রী যেন তাকে নোটিশ পাঠিয়ে দেয়।
৫। এই পরিস্থিতিতে এবং কাবিননামায় উল্লেখিত অনুমতির ভিত্তিতে কিছুদিন পর স্ত্রী তালাক নোটিশ পাঠায়। সেখানে উল্লেখ ছিল "বিবাহর পর হইতে স্বামী কর্তৃক কাবিননামার শর্তাদি বরখেলাপহেতু তালাকে তৌফিজ দেবার ক্ষমতা বলে আমি অপারগ ও নিরুপায় হইয়া অদ্য নিজেই নিজের নফসের উপর তালাকে বায়েন গ্রহণ করিলাম"।
জিজ্ঞাস্য বিষয়ঃ
ক। যেহেতু কাবিননামার ১৮ নং কলামে শর্ত হিসেবে 'ভরণপোষণ না দেয়া' বা 'শারীরিক মানসিক অত্যাচার করা' এরকম কোন কিছু নির্দিষ্ট ভাবে উল্লেখ না করে "শরীয়তের শর্ত অনুযায়ী" এই কথা লেখা আছে, এর ভিত্তিতে তালাক কি সঠিক হয়েছে? (দয়া করে প্যারা ৩ ও ৫ দেখুন)
খ। পূর্বের নিজে করা বিবাহ বা পূর্বে নিজেদের করা কাবিননামা সেগুলোর কী কোনো ইফেক্ট এখানে থাকবে?*
গ। প্যারা ৫ এ উল্লেখিত "বিবাহর পর হইতে স্বামী কর্তৃক.... " এই কথাটা কি ঠিক আছে? বিবাহর পর থেকেই তো খারাপ আচরণ করেনি কিছুদিন পর থেকে করছে বা মাঝে মাঝে করেছে! তাছাড়া এখানে উল্লেখিত "তালাকে বায়েন" কি ঠিক আছে? এই ধরণের তালাকে কি ২য় বা ৩য় তালাক উল্লেখ করার বা মৌখিক ভাবে বলার প্রয়োজনীয়তা আছে , সাধারণ তালাকের মতো?
গ। এই তালাক কি সঠিক হয়েছে? না হলে, তালাক সঠিক করার কি উপায়?একটা জায়গায় দেখলাম খোলা তালাকে ১ হায়েজ পরিমাণ ইদ্দত করলেই হয়। তালাকে তৌফিজও তো খোলার মতো ফিরিয়ে নেয়া যায় না এমন তালাক। এক্ষেত্রে ইদ্দত কতদিন হবে?
ঘ। এই তালাকে কি খোলা তালাকের মত মোহর ফেরত দিতে হবে?