ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইবাদতের পরিচয় দিতে গিয়ে শাইখুল ইসলাম ইবনে তায়মিয়া (র:) বলেন,
ইবাদাত হচ্ছে রাসুলগণের মাধ্যমে আল্লাহ যে বিধান দিয়েছেন তা মেনে চলা। তিনি আরো বলেন, আল্লাহ যা ভালবাসেন ও পসন্দ করেন এমন সকল প্রকাশ্য ও গোপনীয় কাজ ও কথার নাম ইবাদাত।
ইমাম কুরতুবী (র:) বলেন,
ইবাদাত হলো মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া এবং তার দ্বীনের বিধান সমূহের অনুসরণ করা, আর ইবাদাতের মূল হলো বিনয় এবং নিজেকে তুচ্ছ করে প্রকাশ করা।
ইবাদতের প্রকারভেদের বিভিন্ন প্রকার হতে পারে। বিভিন্ন দিক বিবেচনায় বিভিন্ন প্রকার হতে পারে।আপনি কোনো দিক বিবেচনায় ইবাদতের প্রকারভেদ জানতে চাচ্ছেন? সেটা পরিস্কার করে উল্লেখ করেননি।
আপনার প্রশ্নের হাবভাব থেকে বুঝা যাচ্ছে যে, আপনি সুন্নতে মু'আক্কাদা ও গায়রে মু'আক্কাদা নিয়ে জানতে চাচ্ছেন।
আমরা বলবো, সুনানতে মু'আক্কাদা হোক বা গায়রে মু'আক্কাদা হোক রাসূলুল্লাহ সাঃ এর অনুসরণীয় সকল প্রকার কাজকেই ইবাদত বলা হয়ে থাকে।
(২) আল্লাহর হুকুম ও রাসূলুল্লাহ সাঃ এর ত্বরিকাকে মানার নামই ইবাদত।
(৩)
এটা আইম্মায়ে কেরামদের ইজতেহাদের মাধ্যমে নির্ণয় করা যাবে।