বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামায হবে।তবে মুখ ঢেকে নামায পড়া মাকরুহ।হ্যা, কাপড় যদি এত গাঢ় হয় যে,উক্ত কাপড়ের কারণে মাঠি বা পাকার শক্ততাকে অনুভব করা না যায়, তাহলে এমতাবস্থায় নামায হবে না।
(২)
পড়া যাবে।যদি কোথা এ পদ্ধতির বসাকে অসম্মানজনক ভাবা হয়,তাহলে তা মাকরুহ হবে।নতুবা মাকরুহ হবে না।
(৩)
হ্যা, এ পদ্ধতিতে কুরআন পড়া যাবে।কেননা এ পদ্ধতির বসাকে সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়।
(৪)
নামায হবে।
(৫)
এঞ্জেলস দ্বারা যদি আপনার উদ্দেশ্য হয় মানুষ।তাহলে এমন ইমোজি ব্যবহার না করাই শ্রেয়।ইমোজি সম্পর্কো বিস্তারিত জানত ভিজিট করুন-
(৬)
হাতে নতুন পানি নিয়ে হাত থেকে সেই পানি পেলে দিয়ে,দুনু হাতকে মাথার সামন দিক থেকে পিছনের দিকে নেওয়া।সমস্ত মাথা মাসেহ করা সুন্নত।
(৭)
নামাযের মধ্যে স্কিন কালারের পা মোজা পড়া যাবে।
(৮)
GiF এ যেহেতু মানুষের ছবি বা ভিডিও কিংবা প্রাণি ও কার্টুনের ছবি বা ভিডিও -ও থাকে, তাই এগুলোর ব্যবহার জায়েয হবে না।