বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(০১)
সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি।
দারুল উলূম দেওবন্দ সহ হানাফি ফিকহ মনে করে যে,ধুমপান হারাম হওয়ার বিষয়টা অকাট্য দলীল দ্বারা প্রমাণিত নয়।সুতরাং ধুমপানকে সরাসরি হারাম বলা যাচ্ছে না,এজন্য ফুকাহায়ে কেরাম মাকরুহে তাহরিমি বলে থাকেন।
সৌদি আরবের ফাতাওয়া হল,ধুমপান করা হারাম।
সৌদি আরবের দারুল ইফতা নিম্নোক্ত কারণে হারামের ফাতাওয়া দিয়ে থাকে
(ক)
আল্লাহ্ তা‘আলা বলেন:
«وَيُحِلُّ لَـهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْـخَبَائِثَ»
‘‘আরো সে (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের জন্য পবিত্র ও উত্তম বস্ত্তসমূহ হালাল করে দেন এবং হারাম করেন নিকৃষ্ট ও অপবিত্র বস্ত্তসমূহ’’।(আ’রাফ:১৫৭)
(খ)ধূমপানে সম্পদের বিশেষ অপচয় হয়। আর সম্পদের অপচয় তো হারাম।আল্লাহ্ তা‘আলা বলেন:
«وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا، إِنَّ الْـمُبَذِّرِيْنَ كَانُوْا إِخْوَانَ الشَّيَاطِيْنِ، وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُوْرًا»
‘‘কিছুতেই সম্পদের অপব্যয় করো না। কারণ, অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে তার প্রভুর অত্যন্ত অকৃতজ্ঞ’’।(ইস্রা/বানী ইস্রাঈল : ২৬-২৭)
আল্লাহ্ তা‘আলা আরো বলেন:
«وَلَا تُسْرِفُوْا، إِنَّهُ لَا يُحِبُّ الْـمُسْرِفِيْنَ»
‘‘তবে তোমরা (পোশাক-পরিচ্ছদ ও পানাহারে) অপচয় ও অপব্যয় করো না। কারণ, আল্লাহ্ তা‘আলা অপচয়কারীদেরকে কখনো পছন্দ করেন না’’।(আ’রাফ : ৩১)
বিস্তারিত জানুনঃ
,
(০২)
সিগারেট বিক্রয় করা জায়েজ আছে,তবে এটি অনুত্তম কাজ।
সিগারেট বিক্রি করে উপার্জিত অর্থ হালাল।
,
বিস্তারিত জানুনঃ
(০৩)
সিগারেট প্রস্তুতকারক কোম্পানিতে চাকুরি করা জায়েজ আছে।
তবে অন্য চাকুরির ব্যবস্থা থাকলে তাকওয়ার খাতিরে সিগারেট প্রস্তুতকারক কোম্পানিতে চাকুরি না করাই ভালো হবে।
আরো জানুনঃ