জবাব
بسم الله الرحمن الرحيم
দারুল উলুম দেওবন্দ এর ফতোয়া মতে ডলারের মাধ্যমে লেনদেন করা জায়েজ আছে।
,
এ সংক্রান্ত ব্যবসাও জায়েজ আছে। আল্লাহ তা'আলা বলেন,
( وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبا )
আল্লাহ ব্যবসাকে হালাল করোছেন এবং সুদকে হারাম করেছেন।(সূরা বাকারা-২৭৫)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ وَلاَ تَقْتُلُواْ أَنفُسَكُمْ إِنَّ اللّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।(সূরা নিসা-২৯)
,
★★একই জাতীয় মুদ্রা যেমন আমেরিকান ডলারের বিনিময়ে আমেরিকান ডলারের ব্যবসা করা যাবেনা। তবে ডলারের বিনিময়ে রিয়াল বা অন্য দেশের মুদ্রা কেনা-বেচার ব্যবসা করা যাবে। সেক্ষেত্রে নগদে কমবেশী করা যাবে; কিন্তু বাকীতে কমবেশী করে করা যাবে না।
(ফাতাওয়া নুরুন আলাদ দারব ২৩৫/২২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৮/২১৬)।
আরো জানুনঃ
★দারুল উলুম দেওবন্দ এর 5632 নং ফতোয়াতে ডলারের লেনদেন সংক্রান্ত ফতোয়ায় উল্লেখ রয়েছে যে,
ডলার এবং পাকিস্থানের রুপি উভয়ই সত্তাগত ভাবে আলাদা।
এই জন্য এক ডলারের বিনিময়ে ৭০ টাকা যেটি বর্তমান পাকিস্থানি মূল্য,এই ৭০ টাকার পরিবর্তে ৮০ টাকা লেনদেন করা যদিও সুদের অন্তর্ভুক্ত হবেনা,হারাম হবেনা,তবে গভর্ণমেন্ট এর নির্দিষ্ট করে দেওয়া টাকা থেকে বেশি নেওয়া অপরাধ হওয়ার কারনে গুনাহ হবে।