আসসালামু আলাইকুম উস্তাদ।
১/ কোন ব্যাক্তি আগে চুরি করত। বর্তমানে সে তা থেকে তাওবাহ করেছে। কিন্তু তার কাছে বর্তমানে চুরির কিছু মাল অবশিষ্ট আছে। যে যাদের বাসা থেকে চুরি করেছে তারা তার পুর্ব পরিচিত এবং তার সক্ষমতা আছে এই মাল তাদের নিকট ফিরিয়ে দেবার ব্যাপারে। কিন্তু সংকোচের জন্য তা বলতে পারছেন না। এই অবস্থায় তার করণিয় কি.?
২/ চুরির মাল টাকা হলে, টাকা তো অবশিষ্ট নেই। এই অবস্থায় তার ফেরত দেবার সামর্থ্যও নেই। তার করণীয় কি.?