ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মৃত্যুর কথা স্বরণে আসা ভালো। এবং এটা ঈমানদারের ও আলামত। কেননা মৃত্যুর কথা স্বরণে আসলে মানুষ কোনো পাপ কাজের দিকে অগ্রসর হবে না। বরং সর্বদাই সে নেকীর কাজের দিকে অগ্রসর হবে।
ঘুম মৃত্যুর ভাই, এ সম্পর্কে আল্লাহ তা’আলা বলেন,
اللَّهُ يَتَوَفَّى الْأَنفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ فِي مَنَامِهَا ۖ فَيُمْسِكُ الَّتِي قَضَىٰ عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْأُخْرَىٰ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না, তার নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন, তার প্রাণ ছাড়েন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্যে। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।( সূরা যুমার-৪২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মু’মিন মরলে লাভ, কেননা সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আপনি নেক কাজের দিকে ব্রতি হন। আল্লাহর ইবাদের নিজেকে সর্বদা নিয়োজিত রাখুন। আল্লাহ আপনার সহায় হোক।