ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) অনিচ্ছাকৃত যদি ধাক্কা লেগে যায় তাহলে কোনো গোনাহ হবে না। হ্যা, ইচ্ছাকৃত ধাক্কা লাগলে অবশ্যই গোনাহ হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহ এভাবেই হুকুম করেছেন। তাই আমাদেরকে মেনে চলতে হবে। হ্যা, হেকমত হল, এটা বুঝানোর জন্য যে, হাশরের ময়দানেও এভাবে আল্লাহ সবাইকে একত্রিত করবেন। এবং গোনাহ মাফ করার জন্য এটা একটা পরীক্ষাও বটে।কেননা হজ্ব অতীতের সমস্ত গোনাহকে ক্ষমা করে দেয়।
(২) হজ্বের সময় কোনো গায়রে মাহরাম সামনে চলে আসলে পুরো মূখকেই ঢাকতে হবে।
عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ، فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ»
উম্মুল মু’মিনীন আয়েশা রা. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হজ্বের ইহরাম অবস্থায় ছিলাম। হাজ্বীদের কাফেলা যখন আমাদের নিকট দিয়ে অতিক্রম করত তখন আমরা মাথা থেকে চেহারার উপর চাদর ঝুলিয়ে দিতাম। যখন তারা আমাদেরকে অতিক্রম করে যেত তখন চাদর সরিয়ে ফেলতাম।
[সুনানে আবু দাউদ ১/২৫৪, হাদীস নং-১৮৩৩]
أَنَّ عَلِيًّا «كَانَ يَنْهَى النِّسَاءَ عَنِ النِّقَابِ، وَهُنَّ حَرَمٌ، وَلَكِنْ يُسْدِلْنَ الثَّوْبَ عَنْ وُجُوهِهِنَّ سَدْلًا»
হযরত আলী রা. মহিলাদেরকে নিষেধ করতেন তারা যেন ইহরাম অবস্থায় নেকাব ব্যবহার না করে। তবে চেহারার উপর দিয়ে কাপড় ঝুলিয়ে দিবে।
[মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৪৫৩৯; আদিল্লাতুল হিজাব ৩২৯-৩৩৪; নাইলুল আওতার ৫/৭১ মানাসিক ১১৫, ফাতহুল বারী ৩/৪৭৫]