ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
-কাজী নজরুল ইসলাম
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।
ধুলির ধরা বেহেশ্ত আজ
জয় করিল, দিল রে লাজ,
আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।
দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।।
আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।
নিখিল দরুদ পড়ে ল’ইয়ে ও নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম
জীন পরী ফেরেশ্তা ছালাম জানায় নবীর পায়।।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখানে ত্রিভুবন দ্বারা উভয় জগতকে বুঝানো হয়েছে৷ অর্থাৎ দুনিয়া ও আখেরাতের প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন তথা জন্মগ্রহণ করেছেন৷ সুতরাং এ গজল গাওয়াতে কোনো সমস্যা হবে না। তাছাড়া ইসলামি চিন্তা ধারা অনুযায়ী জগৎও তিন প্রকার হতে পারে, দুনিয়া, কবর জগৎ এবং আখেরাত জগৎ।