ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
জ্বী, মুহতারাম আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করুক, আমীন।
(১) আপনার যেহেতু ওয়াসওয়াসার রোগী, তাই আপাতত আপনি সব কিছুকে ওয়াসওয়াসাই ধরে নিবেন, এবং যখনই মনে ওয়াসওয়াসা আসবে, তখনই আপনি পড়বেন, ” আউযুবিল্লাহি মিনাশ-শাইতানির রাজিম “ হ্যা, আপনি আজীবন এই ধারাবাহিকতা ও নিয়ম মেনে চলবেন। এবং মাঝেমধ্যে আমাদের সাথে যোগযোগ রাখবেন। জাযাকুমুল্লাহ।
(২) দৃষ্টির মাধ্যমে হুরমত প্রমাণিত হওয়ার জন্য লজ্জাস্থানের ভিতরের অংশ দেখা শর্ত। সুতরাং আপনি আপনার মাকে শুয়া অবস্থায় আপনার বর্ণিত পরিস্থিতিতে দেখার জন্য আপনার কোনো প্রকার হুরমত হবেনা।
(৩) যেহেতু আপনি ওয়াসওয়াসার রোগী, তাই এই বিশেষ বিধান শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য এবং আপনার মত যারা ওয়াসওয়াসার স্বীকার তাদের জন্যও।
(৪)জ্বী, আমি সুনামগঞ্জে থাকি।