আসসালামু আলাইকুম, ইসলামে বিবাহ বৈধ হওয়ার জন্য মেয়ের ওয়ালি(অভিভাবক) এবং দুইজন পুরুষ স্বাক্ষীর সামনে ইজাব ও কবুল হওয়া আবশ্যক জানি।যদি ২ জন পুরুষ না ম্যানেজ করা যায় তাহলে একজন পুরুষের পরিবর্তে ২ জন প্রাপ্তবয়স্ক নারী স্বাক্ষী হবে।আমার প্রশ্ন হলোঃ
১)যদি মেয়ের পিতা এবং পাত্র ইজাব ও কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন করে আর স্বাক্ষী হিসেবে ছেলের পিতা একজন পুরুষ স্বাক্ষীর দায়িত্ব পালন করে এবং মেয়ের মাতা ও ছেলের মাতা দুইজন মহিলা স্বাক্ষীর দায়িত্ব পালন করে,তাহলে বিবাহ বৈধ হবে কি?
২)মোহরানার কথা যদি বিবাহের সময় উল্লেখ না করা হয়,পরবর্তী তে করার উদ্দেশ্যে তাহলে বিবাহ বৈধ হবে কি?