আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
বিভিন্ন ইহুদিরা 'ড্রিম ক্যাচার' তাদের বিছানার মাথার কাছে লাগায়। তারা বিশ্বাস করে যে এটা লাগালে ঘুমের মধ্যে তাদের কোনো খারাপ স্বপ্ন আসবে না। আমাদের ধর্ম মতে এটা বিশ্বাস করলে শিরক হয়ে যাবে।
কিন্তু আমরা যদি এটাকে শুধুমাত্র ঘর সাজানোর জন্য ব্যবহার করি, তাহলেও কি এটা শিরকের পর্যায়ে পরবে?আমাদের মনে যদি এরূপ কোনো ধারণা না রেখে শুধুমাত্র ঘর সাজানোর উদ্দেশ্যে ব্যবহার করি,তাহলে কি এটা শিরক হবে?