ইদানিং দেখা যাচ্ছে অনলাইন ও অফলাইনে পর্দার পোশাকের নামে বিভিন্ন রংচঙ্গে পোশাকের ব্যবসা চলছে হরদমে। এগুলোতে পর্দা কতটুকু হয় আল্লাহু আলাম, কিন্তু এসব পোশাকের কারণে ফিতনা সৃষ্টি হচ্ছে বুঝতেই পারছি। পাশাপাশি প্রচুর অপচয়, পোশাকের প্রতিযোগিতা তো আছেই। বিভিন্ন আকর্ষণীয় এসব বোরকার ব্যবসা দিন দিন বেড়েই চলেছে। এবং এই ব্যবসায়ীদের রয়েছে বিশাল সার্কেল, যারা প্রতিনিয়ত এসবের প্রচারণা চালাচ্ছে ফলে এগুলোর চাহিদা বেড়েই চলেছে। আমার প্রশ্ন হলো, যারা পর্দার পোশাকের নাম করে এসব আকর্ষণীয় পোশাক বিক্রি করছেন বা এসবের ব্যবসা করছেন এগুলো কি জায়েজ?