জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে শর্তারোপ করার দ্বারা শর্তযুক্ত তালাক হবেনা।
,
(০২)
শরীয়তের বিধান হলো গুনাহের কাজের মান্নত করা হারাম,তাহা পুরন করা জায়েজ নয়।
তাই প্রশ্নে উল্লেখিত মান্নত পূরন করতে হবেনা।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا الْقَعْنَبِىُّ، عَنْ مَالِكٍ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ الْمَلِكِ الْأَيْلِيِّ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَ اللَّهَ فَلَا يَعْصِهِ صحيح
‘আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মানত করে সে যেন তাঁর আনুগত্য করে। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানীর মানত করে সে যেন তা না করে।
(ইবনু মাজাহ (২১২৬) আবু দাউদ ৩২৮৯)
,
(০৩)
উল্লেখিত ছুরতে উক্ত স্থানে সেই কাজের জন্য ওয়াকফ করেছিলো,সে কাজ শুরু হয়ে গেলে,অথবা তাদের হস্তগত হয়ে গেলে সেই ওয়াকফ আর বাতিল করা যাবেনা।
অন্যথায় বাতিল করা যাবে।
বিস্তারিত জানুনঃ
,
(০৪)
এটাতে কোনো সমস্যা নেই,মান্নত হবেনা।
কেননা এখানে কোনো ইবাদত নিজের উপর আবশ্যকীয় করে নেওয়া হয়নি।